বাসস বিদেশ-৪ : ব্রাজিলে করোনায় মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে

115

বাসস বিদেশ-৪
ব্রাজিল- করোনা- মৃত্যু
ব্রাজিলে করোনায় মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে
রিও ডি জেনিরো, ১০ মে, ২০২০ (বাসস ডেস্ক) : লাতিন আমেরিকায় করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিলে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয় এ কথা জানায়।
এখানে এ পর্যন্ত ১০ হাজার ৬২৭ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৯৩৯ জন।
বিজ্ঞানীদের ধারণা ব্রাজিলের প্রকৃত অবস্থা আরো খারাপ, দেশটির ব্যাপকভিত্তিক টেস্টের সক্ষমতা নেই।
ব্রাজিলের দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্য সাও পাওলোতে ৪ কোটি ৬০ লাখ লোকের বাস, সেখানে ৩ হাজার ৬০০ লোকের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত ৪৪ হাজার ৪০০ জন।
পার্শ্ববর্তী রিও ডি জেনিরোতে ১ কোটি ৬০ লাখ লোক বাস করে, সেখানে ১ হাজার ৬৫৩ জনের মৃত্যু এবং ১৬ হাজার ৯২৯ জন আক্রান্ত হয়েছে। কম ঘন বসতির সিয়েরা,পারনামবুকো ও আমাজানে ১ হাজারের বেশী করে লোক মারা গেছে।
বাসস/এএফপি/অনু এমএবি/১২১৫/জেহক