বাসস দেশ-২১ : অর্থমন্ত্রীর ব্যক্তিগত অর্থায়নে কুমিল্লায় ১০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

128

বাসস দেশ-২১
কামাল-খাদ্য-সহায়তা
অর্থমন্ত্রীর ব্যক্তিগত অর্থায়নে কুমিল্লায় ১০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান
কুমিল্লা (দক্ষিণ), ৯ মে, ২০২০, (বাসস) : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপির ব্যক্তিগত অর্থায়নে জেলার ১০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। মন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই ও সদর দক্ষিণ) আসনে গতকাল ও আজ হতদরিদ্র মানুষদের মধ্যে এই খাদ্য সহায়তা দেয়া হচ্ছে।
অর্থমন্ত্রীর একান্ত সচিব কেএম সিংহ রতন বাসসকে জানান, জেলার নাঙ্গলকোট উপজেলায় ৪ হাজার, সদর দক্ষিণ উপজেলায় ৩ হাজার এবং লালমাই উপজেলায় ৩ হাজার পরিবার খাদ্য সহায়তা পাচ্ছেন।
খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, তেল, আলু, লবণ, পেঁয়াজ, ছোলা, সেমাই, চিনি ও সাবান। প্যাকেটজাত এসব খাদ্য সামগ্রী স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের মাধ্যমে বিতরণ করা হচ্ছে।
কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর, জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুউদ্দিন কালু, অর্থমন্ত্রীর একান্ত সচিব কেএম সিংহ রতন, পৌর মেয়র আব্দুল মালেকসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/১৭৩০/কেজিএ