বাসস ক্রীড়া-৭ : রিয়াল মাদ্রিদের সকল খেলোয়াড় নেগেটিভ প্রমানিত

158

বাসস ক্রীড়া-৭
ফুটবল-রিয়াল
রিয়াল মাদ্রিদের সকল খেলোয়াড় নেগেটিভ প্রমানিত
মাদ্রিদ, ৯ মে ২০২০ (বাসস) : রিয়াল মাদ্রিদের সকল খেলোয়াড়ের দেহে করোনার পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে বলে ক্লাব সূত্র নিশ্চিত করেছে। যে কারনে অনুশীলনে ফিরতে তাদের আর কোন বাঁধা থাকলো না।
বুধবার থেকে রিয়াল তাদের ট্রেনিং গ্রাউন্ডে খেলোয়াড়দের জন্য পরীক্ষার ব্যবস্থা করে। খেলোয়াড়দের সাথে কোচ জিনেদিন জিদানসহ তার পুরো কোচিং স্টাফও এসময় উপস্থিত ছিলেন।
সোমবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে ব্যক্তিগত অনুশীলন শুরু করবে মাদ্রিদ। মাদ্রিদের এক বাস্কেটবল খেলোয়াড় করোনা আক্রান্ত হবার পর গত ১২ মার্চ থেকে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা কোয়ারান্টাইনে চলে যায়। তখন থেকে প্রতিটি খেলোয়াড়ই নিজ নিজ বাসায় ব্যক্তিগতভাবে অনুশীলন করেছেন।
চলতি সপ্তাহের শুরুতে ট্রেনিং সেন্টারে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে অনুশীলনের জন্য প্রস্তুত করে তোলা হয়।
মাদ্রিদের পক্ষ থেকে আরো জানানো হয়েছে ফরোয়ার্ড লুকা জোভিচের ডান পায়ের হাড়ে চিড় ধরেছে। পুরোপুরি সুস্থ হতে কতদিন লাগতে পারে এ সম্পর্কে ক্লাবের পক্ষ থেকে কিছু বলা হয়নি। স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে বাড়িতে অনুশীলনের সময় জোভিচ পায়ে আঘাত পান।
বাসস/নীহা/১৭৩৭/স্বব