বাসস দেশ-৯ : ২৪ ঘন্টায় করোনামুক্ত হয়েছেন ৩১৩, আক্রান্ত ৬৩৬ জন

109

বাসস দেশ-৯
করোনা-ব্রিফিং
২৪ ঘন্টায় করোনামুক্ত হয়েছেন ৩১৩, আক্রান্ত ৬৩৬ জন
ঢাকা, ৯ মে, ২০২০ (বাসস) : গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৩১৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৪১৪ জন।গতকালের চেয়ে আজ ১২২ জন বেশি সুস্থ হয়েছেন। গতকাল সুস্থ হয়েছিলেন ১৯১ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৩৬ জন। এ পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৭৭০ জন। গতকালের চেয়ে আজ আক্রান্ত ৭৩ জন কম। গতকাল আক্রান্ত হয়েছিলেন ৭০৯ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় ৮ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে দেশে এ রোগে ২১৪ জন মারা গেছেন।
আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
অতিরিক্ত মহাপরিচালক বলেন, দেশে করোনায় সুস্থতার হার ৯১ দশমিক ৮ শতাংশ এবং মৃতের হার ৮ দশমিক ২ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃতের হার ১ দশমিক ৫ শতাংশ এবং সুস্থতার হার ১৭ দশমিক ৫ শতাংশ।
ডা. নাসিমা সুলতানা জানান, ‘করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ২৪৭টি। আগের দিন নমুনা সংগ্রহ হয়েছিল ৫ হাজার ৭০৭টি। নমুনা সংগ্রহ আগের দিনের তুলনায় ৪৬০টি কম। গত ২৪ ঘন্টায় দেশের ৩৫টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ৫ হাজার ৪৬৫টি। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ৫ হাজার ৯৪১টি। গতকালের চেয়ে নমুনা পরীক্ষা ৪৭৬টি কম। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১ লাখ ১৬ হাজার ৯১৯টি।
বিস্তারিত আসছে…….

বাসস/এএসজি/এমএসএইচ/১৫১৫/-এবিএইচ