বাসস বিদেশ-৫ : যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের মুখপাত্রের করোনা পজেটিভ

130

বাসস বিদেশ-৫
ভাইরাস – টেস্ট-পজেটিভ- যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের মুখপাত্রের করোনা পজেটিভ
ওয়াশিংটন, ৯ মে, ২০২০ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্র্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের মুখপাত্র করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। চলতি সপ্তাহে এ নিয়ে হোয়াইট হাউসের দুই কর্মকর্তার টেস্টে করোনা পজিটিভ ধরা পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শুক্রবার এ কথা জানায়।
এ অবস্থার মধ্যেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাস্ক ছাড়াই নিয়মিত দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয়া নব্বই উর্ধ্ব বয়সী বীর সৈনিকদের স্মরণসভায় যোগ দিচ্ছেন।
মাইক পেন্সের নারী মুখপাত্র কেটি মিলার করোনা আক্রান্ত হওয়ায় হোয়াইট হাউস করোনাভাইরাস ছড়িয়ে পরার হটস্পটে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়েছে। ঠিক এই সময়েই ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বৃহত্তম অর্থনীতির বিপর্যয় এড়াতে দেশব্যাপী লকডাউন শিথিল করার প্রচেষ্টা চালাচ্ছেন।
ভাইস প্রেসিডেন্টের মুখপাত্র হিসেবে মিলারের উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দেয়ার অবাধ সুযোগ ছিল। কেটি মিলারের স্বামী স্টিফেন মিলার ডোনাল্ড ট্রাম্পের সহযোগী হিসেবে কাজ করছেন। অভিবাসনের ব্যাপারে প্রশাসনের কঠোর পদক্ষেপের নীতি প্রণয়নের পেছনে স্পিচ রাইটার ছিলেন স্টিফেন মিলার।
এক সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে মাইক পেন্সের এক স্টাফের করোনা টেস্ট হয়েছে, তার করোনা পজেটিভ পাওয়া গেছে। পরে রিপাবলিকান আইন প্রণেতাদের এক অনুষ্ঠানে ট্রাম্প করোনা পজেটিভ ব্যক্তির নাম ‘কেটি’ উল্লেখ বলেছেন, “এই নারী পেন্সের মুখপাত্র হিসেবে কাজ করছেন।”
বৃহস্পতিবার ট্রাম্পের আউটডোর প্রার্থনা অনুষ্ঠানে কয়েকডজন লোকের সঙ্গে কেটি মিলারকেও দেখা গেছে।
ট্রাম্পের মুখপাত্র বৃহস্পতিবার বলেছেন, ট্রাম্পের এক ঘনিষ্ঠ খানসামা-সামরিক সদস্যের করোনা পজেটিভ পাওয়া গেছে।
ট্রাম্প ও পেন্সের টেস্টে করোনা নেগেটিভ পাওয়া গেছে এবং প্রতিদিনই তাদের টেস্ট করা হয়।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেছেন, হোয়াইট হাউসে করোনা ছড়িয়ে পড়ার কিংবা ট্রাম্পের সংক্রমি Í হওয়ার কোন সম্ভাবনা নেই।
বাসস/এএফপি/অনু এমএবি/১৪২৭/জেহক