বাসস বিদেশ-৩ : ফ্রান্সে করোনাভাইরাসে আরো ২৪৩ জনের মৃত্যু

142

বাসস বিদেশ-৩
ভাইরাস-ফ্রান্স-মৃত্যু
ফ্রান্সে করোনাভাইরাসে আরো ২৪৩ জনের মৃত্যু
প্যারিস, ৯ মে, ২০২০ (বাসস ডেস্ক): ফ্রান্স জানিয়েছে, দেশটিতে শুক্রবার মহামারি করোনাভাইরাসে নতুন করে আরো ২৪৩ জন প্রাণ হারিয়েছে। এনিয়ে সেখানে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ২৬ হাজার ২৩০ জনে দাঁড়ালো। এদিকে ফ্রান্সের আইসিইউ’তে রোগীর সংখ্যা হ্রাস অব্যাহত রয়েছে। খবর এএফপি’র।
ইউরোপে করোনাভাইরাসে অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ ফ্রান্সে দৈনিক মৃত্যুর হার ধারাবাহিকভাবে হ্রাস পাচ্ছে। দেশটিতে আগামী সোমবার থেকে লকডাউন শিথিলের পদক্ষেপ শুরু করার কথা
রয়েছে।
শুক্রবার হালনাগাদ করা প্রতিদিনের হিসাবে দেখা যাচ্ছে, এদিন ফ্রান্সের আইসিইউ’তেও করোনা রোগীর সংখ্যা ৯৩ জন কমে ২ হাজার ৮৬৮ জনে দাঁড়িয়েছে। গত এপ্রিলে দেশটিতে এ মহামারির চরম সংকটকালে আইসিইউ’তে রোগীর সংখ্যা ৭ হাজার ছাড়িয়ে যায়।
২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে করোনাভাইরাসে ১১১ জনের এবং বিভিন্ন নার্সিং হোমে ১৩২ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ২২ হাজার ২৭৪ জন করোনা রোগী।
ফ্রান্সে করোনাভাইরাস মোকাবেলায় মধ্য মার্চে আরোপ করা লকডাউন আগামী সোমবার থেকে শিথিল করা শুরু হবে।
দেশটিতে লকডাউন শিথিল কর্মসূচির প্রথম ধাপে বিভিন্ন দোকান-পাট খুলে দেয়া হবে। তবে ক্যাফে ও রেস্তোরাঁ আপাতত বন্ধ থাকবে। এ ধাপে কিছু শিক্ষা প্রতিষ্ঠানও খুলে দেয়ার কথা রয়েছে। তবে এটা নিয়ে সবিতর্কও রয়েছে।
বাসস/এমএজেড/১৩০৫/জেহক