ফ্রেঞ্চ লিগের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে

218

প্যারিস, ৮ মে ২০২০ (বাসস) : এবারের মৌসুমে ফ্রেঞ্চ লিগ ওয়ানের সর্বোচ্চ গোলদাতা হিসেবে প্যারিস সেইন্ট-জার্মেই স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পের নাম ঘোষনা করা হয়েছে। মোনাকো ফরোয়ার্ড উইসাম বেন ইয়েডারকে পিছনে ফেলে এমবাপ্পে এই পুরস্কার ছিনিয়ে নেন।
দুজনেই এই মৌসুমে ১৮টি করে গোল করেছেন। করোনাভাইরাসের কারনে এবারের মৌসুম বন্ধ হবার আগে লিগের ১০টি ম্যাচ বাকি ছিল। কিন্তু মৌসুম শেষের সাথে সাথে টেবিলের শীর্ষে থাকা পিএসজিকেও চ্যাম্পিয়ন ঘোষনা করা হয়। এমবাপ্পে ও ইয়েডার সর্বোচ্চ ১৮টি করে গোল করলেও ওপেন প্লে’তে তিনটি গোল বেশী করায় ২১ বছর বয়সী এমবাপ্পেকেই সর্বোচচ গোলদাতা হিসেবে ঘোষনা করা হয়েছে। বেন ইয়েডার এমবাপ্পের থেকে তিনটি গোল পেনাল্টিতে বেশী করেছেন। অন্যদিকে এমবাপ্পে এই ১৮টি গোলের মধ্যে ইয়েডারের থেকে তিনটি গোল ওপেন প্লে’তে বেশী করেছেন। যে কারনে গত মৌসুমে ৩৩টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হওয়া এমবাপ্পেকে এবারও সর্বোচ্চ গোলের জন্য পুরস্কৃত করা হচ্ছে।
পিএসজি উইঙ্গার এ্যাঙ্গেল ডি মারিয়া সর্বোচ্চ ১৪টি এসিস্ট করে সেরা যোগানদাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।