বাসস ক্রীড়া-১ : বিশ্বকাপ রেকর্ডধারী ক্লোসা বায়ার্নের সহকারী কোচ হিসেবে যোগ দিলেন

142

বাসস ক্রীড়া-১
ফুটবল-কোচ
বিশ্বকাপ রেকর্ডধারী ক্লোসা বায়ার্নের সহকারী কোচ হিসেবে যোগ দিলেন
বার্লিন, ৮ মে ২০২০ (বাসস) : বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড সৃষ্টিকারী জার্মার স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা বায়ার্ন মিউনিখের সহকারী কোচ হিসেবে যোগ দিয়েছেন। ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
২০১৪ সালে বিশ্বকাপজয়ী জার্মানীর গর্বিত সদস্য ক্লোসা এ পর্যন্ত চারটি বিশ^কাপে ১৬ গোল করেছেন যা সর্বোচ্চ গোলের রেকর্ড। ৪১ বছর বছর বয়সী জার্মান জাতীয় দলের সাবেক এই স্ট্রাইকার নতুন দায়িত্ব সম্পর্কে বলেছেন, ‘এই অনুভূতি দারুন। সত্যিকার অর্থেই এই ধরনের একটি কাজের জন্য আমি মুখিয়ে ছিলাম।’
করোনাভাইরাসের কারনে মধ্য মার্চ থেকে বন্ধ থাকা বুন্দেসলিগা আগামী ১৬ মে থেকে পুনরায় মাঠে গড়াচ্ছে। ১৭ মে ইউনিয়ন বার্লিন সফরে বায়ার্নের বেঞ্চে ক্লোসাকে বসতে দেখা যাবে।
বায়ার্নের এই সাবেক স্ট্রাইকার বরেছেন পুরোনো ক্লাবে নতুন ভূমিকায় যোগ দেবার অর্থ হচ্ছে তার কোচিং ক্যারিয়ার একটি পরবর্তী ধাপে উন্নীত হওয়া। গত দুই মৌসুম ধরে ক্লোসা বায়ার্নের অনুর্ধ্ব-১৭ দলের সাথে কাজ করে আসছেন। ২০২১ সালের জুন পর্যন্ত ক্লোসা বায়ার্নের সাথে চুক্তি করেছেন। ২০১৪ সালে বিশ^কাপে জার্মান দলের সহকারী কোচ ছিলেন হান্সি ফ্লিকম, যিনি বর্তমানে বায়ার্নের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। ফ্লিক সম্পর্কে ক্লোসা বলেছেন, ‘আমরা পেশাদার ও ব্যক্তিগত জীবনে সবসময়ই একে অপরের ওপর বিশ্বাস করি।’
জার্মানী জাতীয় দলের জার্সি গায়ে ক্লোসা ১৩৭ ম্যাচে ৭১টি গোল করেছেন।
ফ্লিক বলেছেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে একজন সাবেক পেশাদার খেলোয়াড় হিসেবে ক্লোসার যে অভিজ্ঞতা রয়েছে তা তার কোচিং ক্যারিয়ারে কাজে লাগবে।’
বায়ার্নের হয়ে ১৫০ ম্যাচে ক্লোসার রয়েছেন ৫৩ গোল। ২০১১ সালে বায়ার্ন ছেড়ে ল্যাজিওতে যোগ দিয়েছিলেন ক্লোসা। এর পাঁচ বছর পর ইতালির দলটি থেকে ক্যারিয়ারের ইতি টানেন।
বায়ার্ন চেয়ারম্যান কার্ল-হেইঞ্জ রুমেনিগে বলেছেন, ‘গত ১৫-২০ বছরে ক্লোসাই জার্মানীর সবচেয়ে সফল স্ট্রাইকার। আমাদের স্ট্রাইকাররা তার কাছ থেকে দারুন উপকৃত হবে।’
বাসস/নীহা/১৬৩৫/স্বব