কক্সবাজারে একদিনেই ২১ করোনা রোগী সনাক্ত

245

কক্সবাজার ৮ মে, ২০২০ (বাসস) : জেলায় একদিনেই নতুন ২১ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ১৫০ জনের নমুনা পরীক্ষা করে নতুন ২১ জন রোগীর শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে। এর আগে এই ভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছিল ১ জনের দেহে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া।
তিনি জানান, নতুন আক্রান্তের মধ্যে পেকুয়া উপজেলার বাসিন্দা রয়েছেন ৯ জন, কক্সবাজার সদর উপজেলার ৫ জন, চকরিয়া উপজেলার ৩ জন, মহেশখালী উপজেলার ২ জন ও রামু উপজেলার ১ জন। উখিয়া উপজেলার পুরাতন একজন রোগীর রিপোর্টও পজিটিভ এসেছে। এছড়াও চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার একজন বাসিন্দার রিপোর্ট পজিটিভ এসেছে।
তিনি আরও জানান, কক্সবাজারের ৮টি উপজেলা, ৩৪টি রোহিঙ্গা ক্যাম্প ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে সংগ্রহ করা মোট ১৫০ জন সন্দেহভাজন রোগীর করোনা নমুনা পরীক্ষা করার হয়েছিল।