বাসস দেশ-২৯ : সিলেটে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের জন্য দুই হোটেল ও এক রেস্ট হাউজ

354

বাসস দেশ-২৯
সিলেট–স্বাস্থ্যকর্মী
সিলেটে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের জন্য দুই হোটেল ও এক রেস্ট হাউজ
সিলেট, ৭ মে, ২০২০ (বাসস) : সিলেটে করোনাক্রান্তদের চিকিৎসা প্রদানকারি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিজ হোটেলে রাখার ঘোষণা দিয়েছে ‘হোটেল হলি গেইট’ কর্তৃপক্ষ।
এ বিষয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে হোটেল কর্তৃপক্ষের জেন্টেলম্যান এগ্রিমেন্ট সাইন হওয়ার কথা রয়েছে।
হোটেলের চেয়ারম্যান সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ’র সভাপতি আবু তাহের মোহাম্মদ শোয়েব সংবাদমাধ্যমকে বলেন, হোটেলটি প্রস্তুত রাখা হয়েছে। ওসমানী মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে জেন্টেলম্যান এগ্রিমেন্ট সাইন করা হবে। চিকিৎসকরা যখনই চাইবেন হোটেলে উঠতে পারবেন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারি পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, হোটেল হলি গেইট ও সিটি হোটেল নামে দু’টি হোটেল প্রস্তুত করা হয়েছে। করোনা আইসোলেশন সেন্টারে যেসব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সেবা দিচ্ছেন তারা এখানে থাকবেন।
এছাড়া নগরের উপকন্ঠ খাদিমপাড়ায় বাংলাদেশ পল্লী উন্নয়ন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বিআরডিটিআই) রেস্ট হাউজে রাখার ব্যবস্থাও করা হয়েছে। অনেকে এখন সেখানে থাকছেন।
বাসস/সংবাদদাতা/কেসি/২১৩৭/স্বব