বাসস ক্রীড়া-১৩ : এ বছর প্রতিযোগিতামূলক টেনিসের আশা দেখছেন না নাদাল

156

বাসস ক্রীড়া-১৩
টেনিস-নাদাল
এ বছর প্রতিযোগিতামূলক টেনিসের আশা দেখছেন না নাদাল
স্পেন, ৭ মে ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসের কারনে পুরো বিশ্বই স্থবির। বিশ্ব ক্রীড়াঙ্গনও এই থাবা থেকে রেহাই পায়নি। তবে এই ভয়াবহ পরিস্থিতি থেকে পৃথিবী সহজে রেহাই পাবে না বলে মনে করেন টেনিস জগতের অন্যতম সেরা তারকা স্পেনের রাফায়েল নাদাল। তাই এ বছর আর কোন প্রতিযোগিতামূলক টেনিসের আশা দেখছেন না তিনি।
স্প্যানিশ পত্রিকা এল পাইসে দেয়া সাক্ষাৎকারে নাদাল বলেন, ‘আমি আশা করি, সবকিছু খুব দ্রুতই স্বাভাবিক হবে। এই ভয়াবহ পরিস্থিতি কেটে গেলে, পুরো বিশ্ব স্বস্তির নিঃশ্বাস ফেলবে। কিন্তু এই পরিস্থিতি সহজে স্বাভাবিক হবে না। দীর্ঘ সময় লেগে যাবে। তাই আমার মনে হচ্ছে, এ বছর আর কোন প্রতিযোগিতামূলক টেনিস অনুষ্ঠিত হবে না।’
তিনি আরও বলেন, ‘আমি আশা করছি এ বছরই আমরা কোর্টে ফিরতে পারবো। কিন্তু সেটা না-ও হতে পারে। তাই ২০২১ সালকে সামনে রেখে আমাদের প্রস্তুত হওয়া উচিত। আমি নিজেকে সেভাবেই তৈরি করছি।’
আগামী বছরের জন্য নিজেকে তৈরি করলেও, ২০২১ সাল নিয়েও শঙ্কা রয়েছে নাদালের। তিনি বলেন, ‘আগামী জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন নিয়েও আমার শঙ্কা রয়েছে। এ বছর শেষে পরিস্থিতি কি হয়, সেটিই দেখার বিষয়। বাস্তবিকভাবে, আমার কাছে ২০২০ সালটি কোন কাজে আসবে না। তবে আগামী বছরের আগে সবকিছু স্বাভাবিক হবে, এই প্রত্যাশা আমার।’
বাসস/এএমটি/১৮২০/স্বব