বাসস ক্রীড়া-১১ : কোহলির চেয়ে বাবরকে ভাল ব্যাটসম্যান, বলছেন মুডি

157

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-মুডি
কোহলির চেয়ে বাবরকে ভাল ব্যাটসম্যান, বলছেন মুডি
সিডনি, ৭ মে ২০২০ (বাসস) : ভারতের অধিনায়ক বিরাট কোহলির চেয়ে পাকিস্তানের টি-২০ ফরম্যাটের নেতা বাবর আজম সেরা ব্যাটসম্যান বলে অভিহিত করলেন অস্ট্রেলিয়ার সাবেক খেলোয়াড় ও বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে কোচের দায়িত্ব পালন করা টম মুডি।
মুডি জানান, কোহলির চেয়ে বাবরের ব্যাটিং বেশি উপভোগ্য। ভবিষ্যতে পরিসংখ্যানের দিক দিয়ে কোহলিকে ছাপিয়ে যাবে বাবর।
‘ক্রিকেট পাকিস্তানডটকম’কে মুডি বলেন, ‘কোহলি নিজের ব্যাটিং দিয়ে সেরার কাতারে বসেছে। বাবরও অল্প সময়ের মধ্যে সেরাদের তালিকায় জায়গা করে নিয়েছে। সকলেই কোহলি-স্মিথদের নিয়ে কথা বলে, কিন্তু বাবরের ব্যাটিং নিয়ে আলোচনা কম হয়। কিন্তু আমি মনে করি, বাবর দারুন এক ব্যাটসম্যান। কোহলির চেয়ে বাবরের ব্যাটিং দেখতে বেশি ভালো লাগে।’
ভবিষ্যতে ক্রিকেট জগতকে শাসন করবে বাবর বলে জানান মুডি,‘ পাঁচ থেকে দশ বছরের মধ্যে অনেক রেকর্ড নিজের করে নিবে বাবর। ব্যাটিং-এর উপর তার দারুন নিয়ন্ত্রন। বড় ইনিংস খেলার সামর্থ্য রয়েছে বাবরের।’
অধিনায়ক হিসেবে বাবর পাকিস্তানকে সাফল্য এনে দিতে পারবেন উল্লেখ করে মুডি আরো বলেন, ‘অধিনায়ক হিসেবে খুব বেশি ম্যাচ এখনো খেলেনি বাবর। তবে তার অধিনায়কত্ব আমার ভালো লেগেছে। বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজে নিজের দায়িত্বটা ভালোভাবে পালন করেছে বাবর। ভবিষ্যতে অধিনায়ক হিসেবেও সাফল্য পাবে সে।’
বাসস/এএমটি/১৮১৫/স্বব