চলতি বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু

225

ঢাকা, ৭মে ২০২০ (বাসস) : ২৬ টাকা কেজি দরে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনা শুরু হয়েছে। একইসাথে মিলারদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে সিদ্ধ চাল ও ৩৫ টাকা কেজি দরে আতপ চাল সংগ্রহ করা হচ্ছে।
আজ বৃহষ্পতিবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যামে এ কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এ সময়ে নওগাঁ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলার খাদ্য বিভাগের কর্মকর্তা এবং মিল মালিকরা উপস্থিত ছিলেন।
সাধন চন্দ্র মজুমদার বলেন, সরকারি গুদামে জায়গা খালি থাকা সাপেক্ষে লক্ষ্যমাত্রার চেয়ে প্রয়োজনে আরো বেশী ধান ও চাল কেনা হবে। এ ক্ষেত্রে কৃষক ও মিলারদের সর্বাত্মক সহযোগিতার আহবান জানান।
একইসাথে খাদ্যমন্ত্রী কর্মকর্তা-কর্মচারীদেরকে নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে ধান চাল সংগ্রহের মাধ্যমে মজুদ ত্বরান্বিত করারও নির্দেশনা দেন।
চলতি বোরো মৌসুমে সারাদেশে সরাসরি কৃষকের কাছ থেকে ৮ লাখ মেট্রিক টন ধান, মিলারদের কাছ থেকে ১০ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল ও দেড় লাখ মেট্রিক টন আতপ চাল এবং ৭৫ হাজার মেট্রিক টন গম সংগ্রহ করবে খাদ্য অধিদপ্তর।