বাজিস-৫ : বরগুনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ২ সাংবাদিকসহ তিনজন কারাগারে

193

বাজিস-৫
ডিজিটাল-নিরাপত্তা-মামলা
বরগুনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ২ সাংবাদিকসহ তিনজন কারাগারে
বরগুনা, ৭ মে, ২০২০ (বাসস) : ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে দায়ের করা এক মামলায় জেলার দুই সাংবাদিকসহ তিনজনকে বরগুনা থানা পুলিশ গতকাল রাতে গ্রেফতার করে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- বাংলা ট্রিবিউনের বরগুনা প্রতিনিধি সুমন সিকদার, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামাল মীর এবং স্থানীয় ইউটিউবার(ভিডিও এডিটর) রমিজ জাবের টিংকু।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানিয়েছেন, এক নারী গত ৬ মে তাদের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। মামলায় সাতজন নামীয় আসামি রয়েছেন। আসামিদের বিরুদ্ধে ওই নারী ও তার মা সম্পর্কে ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে মিথ্যা বানোয়াট গুজব ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। অন্য আসামিরা হলেন- আসাদ সবুজ, রাব্বি, ছগির হোসেন ও রুবেল।
বাসস/সংবাদদাতা/১৪৪৫/কেজিএ