বাসস বিদেশ-২ : ফ্রান্সে করোনাভাইরাসে আরো ২৭৮ জনের মৃত্যু

124

বাসস বিদেশ-২
ভাইরাস-ফ্রান্স-মৃত্যু
ফ্রান্সে করোনাভাইরাসে আরো ২৭৮ জনের মৃত্যু
প্যারিস, ৭ মে, ২০২০ (বাসস ডেস্ক): ফ্রান্স বুধবার জানিয়েছে, দেশটিতে মহামারি করোনাভাইরাসে নতুন করে আরো ২৭৮ জন প্রাণ হারালেও সেখানে হাসপাতালে রোগীর সংখ্যা হ্রাস অব্যাহত রয়েছে। এদিকে দেশটি পর্যায়ক্রমে তাদের লকডাউন শিথিলের প্রস্তুতি নিচ্ছে। খবর এএফপি’র।
ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ নিয়ে দেশটির বিভিন্ন হাসপাতাল ও নার্সিং হোমে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ২৫ হাজার ৮০৯ জনে দাঁড়ালো।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ২৭৮ জন মারা গেছে। মঙ্গলবার মারা যাওয়ার এ সংখ্যা ছিল ৩৩০ জন। সেদিক থেকে বুধবার দেশটিতে মৃতের সংখ্যা সামান্য হ্রাস পেয়েছে।
ফ্রান্সে করোনাভাইরাস মোকাবেলায় মধ্য মার্চে আরোপ করা লকডাউন আগামী ১১ মে থেকে শিথিল করার কথা রয়েছে। প্রথম ধাপে এই লকডাউন শিথিলের পদক্ষেপ কিভাবে গ্রহণ করা হবে সে ব্যাপারে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপের কর্ম পরিকল্পনা ঘোষণা দেয়ার কথা রয়েছে।
ফ্রান্সে লকডাউন শিথিল কর্মসূচির প্রথম ধাপে বিভিন্ন দোকান-পাট খুলে দেয়া হবে। তবে ক্যাফে ও রেস্তোরাঁ আপাতত বন্ধ থাকবে। এ ধাপে কিছু স্কুলও খুলে দেয়ার কথা রয়েছে। তবে এটা নিয়ে বিতর্কও রয়েছে।
বুধবার মৃত্যুর হার হ্রাস পাওয়ার পাশাপাশি এদিন ফ্রান্সের আইসিইউ’তেও করোনা রোগীর সংখ্যা ২৮৩ জন কমে ৩ হাজার ১৪৭ জনে দাঁড়িয়েছে।
খবরে বলা হয়, ফ্রান্সজুড়ে বিভিন্ন হাসপাতালে বর্তমানে ২৩ হাজার ৯৮৩ করোনা রোগী ভর্তি রয়েছে। আগের দিনের চেয়ে এ সংখ্যা ৭৯২ জন কম।
বাসস/এমএজেড/১১২৫/জেহক