নিলামে উঠছে মাহমুদুল্লাহ-গেইলদের স্বাক্ষরিত ব্যাট

205

ঢাকা, ৬ মে ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসের বিপক্ষে লড়াইয়ে আর্থিক সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
গত বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে খেলেছেন বাংলাদেশের টি-২০ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল-লেন্ডন সিমন্স, ইমরুল কায়েসরা।
টুর্নামেন্ট শেষ হবার আগে একটি ব্যাটে দলের প্রত্যেক ক্রিকেটারই স্বাক্ষর করেছিলেন। সেই স্বাক্ষর করা ব্যাটটি ই-কমার্স প্রতিষ্ঠান চলোসবাই.কম ওয়েবসাইটে নিলামে তোলা হয়েছে। নিলাম চলবে ১৫ মে পর্যন্ত।
করোনাভাইরাস মহমারীতে অসহায়-দুস্থদের আর্থিক সহায়তা করতেই এমন উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রধান নির্বাহী সৈয়দ ইয়াসির আলম জানান, ‘আমাদের দলে মাহমুদুল্লাহ, গেইল-সিমন্স, ইমরুলের মতো ক্রিকেটাররা ছিল। ২০ জন তারকা ক্রিকেটারের স্বাক্ষর করা একটি ব্যাট ছিল। তাই আমরা চিন্তা করলাম ব্যাট নিলামে দেওয়ার। ব্যাট বিক্রির অর্থ অসহায় মানুষদের স্বাস্থ্যসেবায় ব্যবহার করা হবে।’
করোনাভাইরাস মহামারী শুরুর পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতামূলক ভিডিও বার্তা দিয়ে আসছিলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।