বাসস বিদেশ-১২ : ইরাক সীমান্তের কাছে সংঘর্ষে ইরানি বিপ্লবী গার্ডের তিন সদস্য নিহত

106

বাসস বিদেশ-১২
ইরান -বিপ্লবী গার্ড
ইরাক সীমান্তের কাছে সংঘর্ষে ইরানি বিপ্লবী গার্ডের তিন সদস্য নিহত
তেহরান, ৬ মে, ২০২০ (বাসস ডেস্ক) : ইরাক সীমান্তের কাছে মঙ্গলবার ‘কাউন্টার রেভ্যুলেশনারি’ গ্রুপের
সঙ্গে সংঘর্ষে ইরানি বিপ্লবী গার্ডের তিন সদস্য নিহত হয়েছে। ইরানের সংবাদ সংস্থা ইসনা এ কথা জানায়।
রেভ্যুলেশনারি গার্ডের বিবৃতি উদ্ধৃত করে ইসনা জানায়, “কর্নেল সাকিবা সালিমি এবং অপর দুই ইসলামি
যোদ্ধা জাফর নিজামপুর ও মাজিদ শোকরি কাউন্টার রেভ্যুলেশনারি বাহিনীর একটি দলের সঙ্গে লড়াই এবং তাদের কয়েক জনকে হত্যার পরে শহীদ হয়েছেন।”
দিভানদারে শহরের কাছে এই সংঘর্ষ হয়। গত চল্লিশ বছরের বেশী সময় ধরে ইরান প্রতিবেশী ইরাক সীমান্তের কাছে কুর্দি মিলিশিয়াদের সঙ্গে লড়াই চালিয়ে আসছে।
বাসস/এএফপি/অনু -এমএবি/১৭৫০/জেহক