বাজিস-১২ : ঝালকাঠিতে চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি সদস্য বরখাস্ত

216

বাজিস-১২
ইউপি-সদস্য-বরখাস্ত
ঝালকাঠিতে চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি সদস্য বরখাস্ত
ঝালকাঠি, ৬ মে, ২০২০ (বাসস) : জেলার নলছিটিতে খাদ্যবান্ধর কর্মসূচির ১০ টাকা কেজির চাল নিয়ে কারসাজির অভিযোগে এক মাসের সাজপ্রাপ্ত ইউপি সদস্য রেজাউল করিম খান সোহাগকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আজ জেলা প্রশাসক কার্যালয়ে পৌঁছায় বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. জোহর আলী।
বরখাস্তকৃত রেজাউল করিম সোহাগ নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার জানান, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চাল নিয়ে কারসাজির অভিযোগ উঠে ওই ইউপি সদস্যের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে গত ১৫ এপ্রিল দুপুরে ভ্রাম্যমাণ আদালত ইউনিয়ন পরিষদের গিয়ে সোহাগকে আটক করে। পরে তাকে এক মাসের কারাদ- প্রদান করা হয়। বর্তমানে সোহাগ ঝালকাঠি কারাগারে রয়েছেন।
বাসস/সংবাদদাতা/১৯৫৩/কেজিএ