বাসস বিদেশ-১৩ : রাশিয়ায় চতুর্থ দিনের মতো ১০ হাজারেরও বেশি লোক করোনায় আক্রান্ত

206

বাসস বিদেশ-১৩
রাশিয়া -ভাইরাস
রাশিয়ায় চতুর্থ দিনের মতো ১০ হাজারেরও বেশি লোক করোনায় আক্রান্ত
মস্কো,৬মে,২০২০(বাসস ডেস্ক) : রাশিয়ায় বুধবার চতুর্থদিনের মতো করোনায় ১০ হাজারেরও বেশি লোক আক্রান্ত হয়েছে।
ইউরোপে করোনার হট স্পট এখন রাশিয়া। দেশটিতে নতুন করে ১০ হাজার ৫৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৫ হাজার ৯২৯ জন। মারা গেছে ১ হাজার ৫৩৭ জন।
রাশিয়ায় রোববার থেকে প্রতিদিন ১০ হাজারেরও বেশি করে লোক আক্রান্ত হচ্ছে। এ অবস্থায় লকডাউন শিথিল করার পরিকল্পনা করছে সরকার। প্রেসিডেন্ট ভøাদিমিরপুতিন বুধবার দিনের শেষে লকডাউন ধাপে ধাপে শিথিল করার বিষয়ে অনুষ্ঠেয় এক বৈঠকে সভাপতিত্ব করার কথা পুতিনের।
এদিকে রাজধানী মস্কোয় করোনায় ৮৫ হাজার ৯৭৩ জন আক্রান্ত ও ৮৬৬ জন মারা গেছে। সংক্রমণের হার বেশি হলেও ইতালি, স্পেন ও যুক্তরাষ্ট্রের তুলনায় দেশটিতে সরকারি হিসেবে মৃত্যর হার কম। কিন্তু সমালোচকেরা মৃত্যুর এ হার নিয়ে সন্দেহ প্রকাশ করছেন।
বাসস/জুনা/১৯৪৮/জেহক