বার্সেলোনাকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে দুঃখজনক : কোর্তোয়া

255

মাদ্রিদ, ৬ মে ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসের কারনে গেল মার্চ থেকে থমকে আছে বিশ্ব ক্রীড়াঙ্গন। প্রায় দু’মাস হতে চললো ক্রিকেট-ফুটবল-টেনিসসহ অন্যান্য সকল খেলাধুলাই বন্ধ।
ইতোমধ্যে ফ্রান্সের লিগ ওয়ান এবং টু আসরের এবারের মৌসুমের সমাপ্তি টেনেছে ফরাসিরা। প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) লিগ ওয়ান চ্যাম্পিয়ন ঘোষনা করে আসর শেষ করেছে লিগ ওয়ানের প্রফেশনাল ফুটবল লিগ (এলএফপি) কর্তৃপক্ষ।
অন্যান্য লিগও সে পথে হাটবে কি-না, তার নিশ্চয়তা নেই। কিন্তু স্প্যানিশ ফুটবল লিগের মৌসুম শেষ না করে সমাপ্তি হলে এবং বার্সেলোনাকে চ্যাম্পিয়ন ঘোষনা করা হলে তা মানবেন না রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কোর্তোয়া।
নিজের ইউটিউব চ্যানেলে লা-লিগা নিয়ে কোর্তোয়া বলেন, ‘অবশ্যই চলতি মৌসুম শেষ হোক তা আমিও চাই। তবে মৌসুম বাতিল হলে তা দুর্ভাগ্যজনক হবে।’
আর যদি ফরাসি লিগের মত লা-লিগার শীর্ষ দল বার্সেলোনাকে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষনা করা হয়, তবে তা মানবেন না কোর্তোয়া। তিনি বলেন, ‘বার্সেলোনার সাথে আমাদের পয়েন্টের ব্যবধান খুব বেশি না। মাত্র ২ পয়েন্টে ব্যবধানে আমরা পিছিয়ে আছি। আমাদের চ্যাম্পিয়ন হওয়ার দারুন সুযোগ রয়েছে। বার্সেলোনারও সুযোগ রয়েছে। এ অবস্থায় লিগ টেবিলের শীর্ষ দলকে চ্যাম্পিয়ন ঘোষনা করা ঠিক হবে না। আর যদি তাই হয়, তবে তা হবে দুভার্গ্যজনক।’
ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলকে চ্যাম্পিয়ন ঘোষনা করার পক্ষে কোর্তোয়া। কিন্তু লা-লিগায় নয়। তিনি বলেন, ‘ইপিএলে লিভারপুলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা যেতে পারে। কারন তারা শিরোপা খুব কাছে। তাদের পেছনের দলগুলো অনেক দূরে। কিন্তু লা-লিগায় বার্সেলোনার সাথে আমাদের ব্যবধান মাত্র ২ পয়েন্ট। তাই এখানে এটি করা ঠিক হবে না। ১১ ম্যাচ আগে চ্যাম্পিয়নের সিদ্ধান্ত নেওয়াটা বেশি তাড়াতাড়ি হয়ে যায়।’
এবারের মৌসুমে বার্সেলোনার চেয়ে রিয়াল মাদ্রিদকে সেরা দল বলছেন কোর্তোয়া। তিনি বলেন, ‘বার্সেলোনা আমাদের সাথে একটি ম্যাচে হেরেছে ও একটিতে ড্র করেছে। এই দু’টি ফলাফল বলে দেয়, আমরা বার্সার চেয়ে ভাল দল। তাই লিগের বাকী ম্যাচে বার্সাকে টপকে শিরোপা জয়ের সম্ভাবনা রয়েছে আমাদের।’
২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা। সমানসংখ্যক ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রিয়াল মাদ্রিদ।