বাসস দেশ-২৫ : সিলেটে ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টিন থেকে মুক্তি ২৫৬ জনের

120

বাসস দেশ-২৫
সিলেট-হোম কোয়ারেন্টিন
সিলেটে ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টিন থেকে মুক্তি ২৫৬ জনের
সিলেট, ৬ মে, ২০২০, (বাসস) : সিলেটে গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টিন থেকে মুক্তি পেয়েছেন ২৫৬ জন। আর নতুন করে হোম কোয়ারান্টিনে যুক্ত হয়েছেন ১০৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান আজ এ তথ্য জানিয়ে বলেন, স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয় ১০ মার্চ থেকে কোয়ারেন্টিনের হিসাব রাখা শুরু করে। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে রাখাদের মধ্যে সিলেটে ২৮ জন, সুনামগঞ্জে ১২ জন ও মৌলভীবাজারে ৬৬ জন রয়েছেন।
আর গত ২৪ ঘন্টায় আরও ২৫৬ জনকে কোয়ারেন্টিন থেকে মুক্তি দেওয়া হয়। এরমধ্যে সিলেটের ১৯ জন, সুনামগঞ্জের ২০১ জন, হবিগঞ্জের ১৩ জন ও মৌলভীবাজারের রয়েছেন ২৩ জন।
সিলেট বিভাগে এখন পর্যন্ত মোট ১০ হাজার ১৩৩ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৭ হাজার ৭৬৯ জন বলে জানান তিনি।
বাসস/সংবাদ দাতা/কেসি/১৯০৫/স্বব