বাসস ক্রীড়া-১২ : চুক্তি বাতিল করলো ইসিবি

120

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-হান্ড্রেড
চুক্তি বাতিল করলো ইসিবি
লন্ডন, ৬ মে ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসের কারনে হান্ড্রেড বল ক্রিকেটের প্রথম সংস্করন গেল মাসেই স্থগিত হয়েছে। টুর্নামেন্টটি এক বছর পিছিয়ে দিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
টুর্নামেন্টটি এ বছর না হওয়াতে অভিষেক মৌসুমে আটটি ফ্র্যাঞ্চাইজির করা সকল খেলোয়াড়দের সাথে চুক্তি বাতিল করে দিলো ইসিবি।
এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসিবি। তারা জানায়, ‘যেহেতু টুর্নামেন্টটি হচ্ছে না। এটি নিয়ে আমাদের এখন আর কোন পরিকল্পনা নেই। আগামী বছর নতুন করে সবকিছু সাজানো হবে। তাই এবারের আসরের জন্য খেলোয়াড়দের সাথে সকল চুক্তিও বাতিল করা হলো।’
চলতি বছর ১৭ জুলাই শুরুর কথা ছিলো নতুন ফরম্যাটের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্ট। কিন্তু করোনার কারনে নিজেদের দেশে ১ জুলাই পযন্ত সব ধরনের পেশাদার ক্রিকেট স্থগিত ঘোষনা করেছে ইসিবি। এমনকি সকল আন্তর্জাতিক সিরিজও স্থগিত করে ইসিবি।
শীঘ্রই ক্রিকেটের ভবিষ্যৎ সময়সূচি নিয়ে এক সভায় বসবে ইসিবি।
বাসস/এএমটি/১৮০০/-স্বব