বাসস ক্রীড়া-৬ : আমরা রাজি : আজহার

109

বাসস ক্রীড়া-৬
ক্রিকেট-আজহার
আমরা রাজি : আজহার
করাচি, ৬ মে ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসের কারনে বিপাকে পড়েছে বিশ্বের প্রায় সব দেশের ক্রীড়া সংস্থাগুলো । ইতোমধ্যে ক্রিকেট জগতে বেশ কিছু বোর্ড তাদের খেলোয়াড়দের বেতনের কিছু অংশ কেটে নিয়েছে বা কমিয়েছে। কারন কর্মচারীদের আর্থিক সহায়তা করার জন্য। সেক্ষেত্রে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এমন কিছুই এখনও করেনি। তবে প্রয়োজন পড়লে পাকিস্তানের চুক্তিবদ্ধ খেলোয়াড়রা তাদের বেতন কর্তনে বা কমাতে রাজি আছে বলে জানিয়েছেন দেশটি টেস্ট দলের অধিনায়ক আজহার আলি।
স্থানীয় এক রেডিতে সাক্ষাৎকারে আজহার বলেন, ‘করোনাভাইরাসে থমকে আছে পুরো বিশ্ব। সবচেয়ে বেশি ভাবিয়ে তুলছে আর্থিক বিষয়। অসহায়রা অনাহারে ভুগছে। তাদের পাশে সকলেরই এগিয়ে আসা উচিত। ব্যক্তিগতভাবে অনেকেই এগিয়ে এসেছেন। পিসিবিও ত্রান তহবিল গঠন করেছে। আমরা খেলোয়াড়রাও তহবিল গঠন করেছি। তাই দরকার হলে একত্রে আরও সমাজসেবামূলক কাজ করবো।’
পিসিবি কর্মচারীদের এখন চিন্তা করতে হচ্ছে না। তবে লকডাউন চললে, হয়তো নিজেদের কর্মচারীদের নিয়ে চিন্তা করতে হবে পিসিবিকে। এ জন্য যদি, আর্থিকভাবে কোন অবদান রাখতে হয় তা করতে রাজি পাকিস্তানের খেলোয়াড়রা। এমনটা জানালেন আজহার, ‘আমরা খুব ভালো করেই জানি, পরিস্থিতি এখন কতটা ভয়ানক। যদি লকডাউন আরও বাড়ে বা পরিস্থিতি খারাপ দিকে যায়, তবে আমরা আমাদের বেতন বেশ কিছু অংশ ছাড় দিতে রাজি। পিসিবি যেভাবে চাইবে সেভাবেই হবে। পিসিবি যখন আমাদের খেলোয়াড়দের বেতন নিয়ে আলোচনা করবে, তখন আমরা কেটে নিতেই বলবো।’
বাসস/এএমটি/১৭৪৫/স্বব