বাসস ক্রীড়া-৩ : লেরয় সানের জন্য ৩৫ মিলিয়ন পাউন্ড দিতে প্রস্তুত বায়ার্ন

116

বাসস ক্রীড়া-৩
ফুটবল-ট্রান্সফার
লেরয় সানের জন্য ৩৫ মিলিয়ন পাউন্ড দিতে প্রস্তুত বায়ার্ন
বার্লিন, ৬ মে ২০২০ (বাসস) : ম্যানস্টোর সিটির উইঙ্গার লেরয় সানের জন্য বায়ার্ন মিউনিখ ৩৫ মিলিয়ন পাউন্ড দিতে রাজী হয়েছে।
দীর্ঘমেয়াদে জার্মান জায়ান্টে যোগ দিতে যাচ্ছেন এই জার্মান উইঙ্গার, এমন ইঙ্গিতই পাওয়া গেছে। গত গ্রীষ্মেই তাকে দলে নেবার সব কিছু চূড়ান্ত করেছিল বায়ার্ন। কিন্তু কমিউনিটি শিল্ডে গুরুতর ইনজুরিতে পড়ায় পরবর্তীতে আর দলবদল সম্ভব হয়নি। ঐ ইনজুরির পর লিগামেন্ট গুরুতর ভাবে ক্ষতিগ্রস্থ হওয়ায় সানে আর খেলতে পারেননি। তবে করোনাভাইরাসের কারনে সব কিছু বন্ধ হবার আগে তিনি সুস্থ হয়ে অনুশীলনে ফিরেছিলেন।
২০১৬ সালে শালকে থেকে ৪৬ মিলিয়ন পাউন্ডে সিটিতে যোগ দিয়েছিলেন সানে। এ বছরই তার সাথে সিটির চুক্তি হয়ে যাবার কথা রয়েছে। আর সেই সুযোগটাই নিচ্ছে বায়ার্ন।
যদিও বায়ার্নের সাবেক বস জুপ হেইঙ্কেস সতর্ক করে বলেছেন তার কাছে এই মুহূর্তে সানে আগের মত আর শীর্ষ সারির কোন খেলোয়াড় নন। তবে কঠোর অনুশীলনের মাধম্যে আবারো নিজেকে ফর্মে ফিরিয়ে আনতে পারে ২৪ বছর বয়সী এই উইঙ্গার।
বাসস/নীহা/১০০০/স্বব