বাজিস-৯ : ঝালকাঠিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জমানো টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান

111

বাজিস-৯
প্রতিবন্ধী-শিক্ষার্থী-দান
ঝালকাঠিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জমানো টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান
ঝালকাঠি, ৬ মে, ২০২০ (বাসস) : জেলায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থী তাদের মাটির ব্যাংকে জমানো ১০ হাজার টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে।
করোনায় কর্মহীন মানুষকে খাদ্যসামগ্রী কিনে দেয়ার জন্য প্রতিবন্ধী ও অটিজম শিক্ষার্থীরা এই অর্থ দান করেন। আজ দুপুরে ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলীর কাছে এ টাকা তুলে দেয় শিক্ষার্থীরা। জেলা প্রশাসক তাঁর কার্যালয়ের সামনে প্রতিবন্ধী শিশুদের দানের এ টাকা গ্রহণ করেন।
বিদ্যালয়ের সভাপতি ফয়সাল রহমান জসিম জানান, প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবন্ধী ভাতা ও শিক্ষাবৃত্তি প্রদান করে সরকার। এ টাকা ৩০ জন শিক্ষার্থী নিজেদের মাটির ব্যাংকে জমা করছে। পরে করোনায় কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে এই শিক্ষার্থীরা তাদের জমানো টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করার সিদ্ধান্ত গ্রহণ করে।
জেলা প্রশাসক আশা করেন, সমাজের অনেক উচ্চবিত্ত মানুষ রয়েছে, তারা প্রতিবন্ধীদের এ দান দেখে উদ্বুদ্ধ হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াবেন।
বাসস/সংবাদদাতা/১৭১০/-কেজিএ