লিবিয়ার পশ্চিম উপকূল থেকে ১২৫ শরণার্থী উদ্ধার

355

ত্রিপোলী, ১ এপ্রিল, ২০১৮ (বাসস ডেস্ক) : লিবিয়ার জুয়ারা নগরীর উপকূলে ইউরোপ যাওয়ার রুটে শনিবার দেশটির নৌবাহিনীর সদস্যরা ১২৫ অবৈধ শরণার্থীকে উদ্ধার করেছে। জুয়ারা ত্রিপোলী থেকে ১২০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।
লিবীয় নৌবাহিনীর কমান্ডার কর্ণেল আবো-আজেলা আমার বলেন, ‘টহল দেয়ার সময় নৌবাহিনীর একটি জাহাজ থেকে ২৫ কিলোমিটার উত্তরে শরণার্থীবাহী নৌকাটি থেকে উদ্ধার করার জন্য সহায়তা চাওয়া হয়। নৌকাটি থেকে ১২৫ আফ্রিকান নাগরিককে উদ্ধার করা হয়।’
খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
আমার আরো বলেন, ‘অভিযানটি সুন্দরভাবে শেষ হয়েছে। একটি বিদেশী সহায়তা সংস্থা অন্তঃস্বত্ত্বা নারীদের চিকিৎসা সেবা দিয়েছে। নৌকাটিতে বিপুল সংখ্যক শরণার্থীর জরুরি চিকিৎসা সেবার প্রয়োজন ছিল।’