বাসস বিদেশ-৩ : ল্যাটিন আমেরিকায় কোভিড-১৯ ভাইরাসে ১৫ হাজারেরও বেশি লোক মারা গেছে : এএফপি

201

বাসস বিদেশ-৩
ভাইরাস-লাটাম-মৃত্যু
ল্যাটিন আমেরিকায় কোভিড-১৯ ভাইরাসে ১৫ হাজারেরও বেশি লোক মারা গেছে : এএফপি
মন্টিভিডিও, ৬ মে, ২০২০ (বাসস ডেস্ক) : ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয়তে বুধবার গ্রীনিচ মান সময় ০২৩০ টা পর্যন্ত করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৫ হাজার ছাড়িয়েছে। এ অঞ্চলের দেশগুলোর সরকারি সূত্রের বরাত দিয়ে এএফপি একথা জানায়।
সরকারি হিসেব অনুযায়ী এসব দেশে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লাখ ৮২ হাজার ছাড়িয়ে গেছে।
এ অঞ্চলে মৃতের তালিকায় শীর্ষে থাকা দেশ ব্রাজিলে ৭ হাজার ৯২১ জন প্রাণ হারিয়েছে এবং ১ লাখ ১৪ হাজার ৭১৫ জন আক্রান্ত হয়েছে। এর পরের অবস্থানে থাকা মেক্সিকোতে এ ভাইরাসে ২ হাজার ২৭১ জন ও ইকুয়েডরে ১ হাজার ৫৬৯ জন মারা গেছে।
বিশেষজ্ঞরা ধারণা করছেন, এ মহামারি আগামী দিনগুলোতে ল্যাটিন আমেরিকায় মারাত্মক আকার ধারন করবে।
বাসস/এমএজেড/১১২০/-আসাচৌ