ফ্রান্সে প্রাত্যহিক হিসেবে করোনাভাইরাসে আরো ৩৩০ জনের মৃত্যু

310

প্যারিস, ৬ মে, ২০২০ (বাসস ডেস্ক): ফ্রান্সে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতি করোনাভাইরাসে নতুন করে আরো ৩৩০ জন প্রাণ হারিয়েছে। দেশটি লকডাউন শিথিলের প্রস্তুতি শুরু করার এক সপ্তাহের কম সময়ের মধ্যে প্রাত্যহিক হিসেবে মৃতের এ সংখ্যা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। খবর এএফপি’র।
ফ্রান্সের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা জারোম সালোমোন জানান, এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ২৫ হাজার ৫৩১ জনে দাঁড়ালো।
সোমবার ফ্রান্সে কোভিড-১৯ ভাইরাসে ৩০৬ জনের মৃত্যু হলেও মঙ্গলবার এ সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৩০ জনে। সোমবারের মৃতের সংখ্যা ছিল আগের দিনের মৃতের সংখ্যার দ্বিগুনেরও বেশি।
তবে আশার কথা হচ্ছে, ফ্রান্সের আইসিইউ’তে রোগির চাপ কম থাকায় সেখানে গত ২৪ ঘন্টায় রোগীর সংখ্যা ২৬৬ জন কমে ৩ হাজার ৪৩০ জনে দাঁড়িয়েছে।
ফ্রান্সে করোনাভাইরাস মোকাবেলায় মার্চের মাঝামাঝি সময়ে আরোপ করা লকডাউন আগামী ১১ মে থেকে শিথিল করার কথা রয়েছে।