‘নিজেকে একজন ক্রিকেটারের আগে অধিনায়ক হিসেবে ভাবি’

227

কেপ টাউন, ৫ মে ২০২০ (বাসস) : ১৩ বছর বয়স থেকে বিভিন্ন পর্যায়ে অধিনায়কত্ব করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক দলনেতা ফাফ ডু-প্লেসিস। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়কত্ব ছেড়েছেন তিনি। তবে অধিনায়কত্বকে সবচেয়ে বেশি মিস করছেন ডু-প্লেসিস। কারন নিজেকে একজন ক্রিকেটারের আগে অধিনায়ক হিসেবে ভাবতে ভালো লাগে ডু-প্লেসিসের।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে ডু-প্লেসিস বলেন, ‘আমি অধিনায়কত্বটা উপভোগ করি, এটা আমারই একটা অংশ। ১৩ বছর বয়স থেকেই আমি বিভিন্ন দলের নেতৃত্ব দিচ্ছি। এখনো আমি নিজেকে একজন ক্রিকেটারের আগে অধিনায়ক হিসেবে ভাবি। অন্য কিছুর চেয়ে আমি এটাকে উপভোগ করি। আমি অধিনায়কত্বটা সব সময় মিস করবো। কিন্তু একটা সময় আসবে যখন অন্য এক অধিনায়ক তৈরি হওয়ায়, আমাকে জায়গা ছেড়ে দিতে হবে। সারা জীবন সবকিছু ধরে রাখা সম্ভব নয়।’
২০১৬ সালে এবি ডি ভিলিয়ার্সের কাছ থেকে টেস্ট অধিনায়কত্ব পান ডু-প্লেসিস। এরপর দলকে ৩৬টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন তিনি। যার মধ্যে দক্ষিণ আফ্রিকা ১৮টি জয় ও ১৫টি হার ছিলো। ৩৯ ওয়ানডেতে নেতৃত্ব দিেেয় ২৮টি জয় ও ১০টি হারের স্বাদ নেন ডু-প্লেসিস। দক্ষিণ আফ্রিকার পক্ষে সবচেয়ে বেশি ৩৭ টি-২০ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ডু-প্লেসিস। জয় সর্বোচ্চ ২৩ ও হার ১৩টি।
নেতৃত্ব ছাড়লেও দক্ষিণ আফ্রিকার জাতীয় দলকে এখনো ভালবাসেন বলে জানান ডু-প্লেসিস। তিনি বলেন, ‘আমি এখনো দক্ষিণ আফ্রিকার জাতীয় দলকে ভালোবাসি। দলে এখানো আমার মূল্য রয়েছে। কারন দলকে এখনো অনেক কিছু দেয়ার আছে। আমি অধীর আগ্রহে মুখিয়ে আছি, দেশের হয়ে তিন ফরম্যাটে খেলতে।’
করোনা ভাইরাসের কারনে প্রায় দু’মাস ধরে বন্ধ সকল ক্রিকেট কার্যক্রম। এ অবস্থায় ক্রিকেট খেলার ক্ষুধা বেড়ে গেছে ডু-প্লেসিসের। এমনটাও বলেন তিনি, ‘করোনার কারনে দীর্ঘদিন ধরেই খেলা থেকে দূরে আছি। এতে আমার ক্ষুধাটা বাড়িয়ে দিয়েছে। একটা খেলোয়াড়ের জন্য, এটাই বড় বিষয় যে, যা ভালোবাস যায় সেটাই করা উচিত।’