বাসস বিদেশ-১৩ : সিরিয়ায় বিমান হামলায় ইরান ও মিত্র বাহিনীর ১৪ যোদ্ধা নিহত

130

বাসস বিদেশ-১৩
সিরিয়া-সংঘাত-ইরান-ইসরাইল
সিরিয়ায় বিমান হামলায় ইরান ও মিত্র বাহিনীর ১৪ যোদ্ধা নিহত
বৈরুত, ৫ মে, ২০২০ (বাসস ডেস্ক) : সিরিয়ার পূর্বাঞ্চলে ইরান সমর্থিত মিলিশিয়া ও তাদের মিত্রবাহিনীর নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন অবস্থানে বিমান হামলায় ১৪ যোদ্ধা নিহত হয়েছে। মঙ্গলবার একটি যুদ্ধ পর্যবেক্ষণ গ্রুপ একথা জানায়। খবর এএফপি’র।
মানবাধিকার বিষয়ক ব্রিটেন ভিত্তিক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, ময়াদিন শহরের কাছে মরুভূমিতে কারা এ হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সিরিয়ার বিমানবাহিনী দেশটির উত্তরাঞ্চলে ইসরাইলের বিমান হামলা ঠেকিয়ে দেয়ার কয়েক মিনিট পর সেখানে এ হামলা চালানোহয়।
তবে পর্যবেক্ষণ সংস্থার প্রধান রামি আবদুল রাহমান জানান, ইসরাইল এ হামলা চালাতে পারে বলে ধারণাকরা হচ্ছে। সেখানে এ হামলায় ইরাক এবং ইরানের কয়েকজন যোদ্ধা নিহত হয়েছে।
বাসস/এমএজেড/১৯১৫/জেহক