বাসস দেশ-১৪ : চট্টগ্রামে একদিনেই ১৬ জন করোনায় শনাক্ত

121

বাসস দেশ-১৪
চট্টগ্রাম- করোনা
চট্টগ্রামে একদিনেই ১৬ জন করোনায় শনাক্ত
চট্টগ্রাম, ৫ মে, ২০২০ (বাসস) : চট্টগ্রামে মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে এ যাবৎকালের সর্বোচ্চ ১৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
এর মধ্য দিয়ে নগরীতে করোনার আক্রান্ত ‘একশ’ ছাড়িয়ে গেলো। এরআগে সোমবার একদিনে চিকিৎসক-পুলিশসহ সর্বোচ্চ ১৩ জন আক্রান্ত শনাক্ত হয়।
গত ২৬ মার্চ চট্টগ্রামে করোনার নমুনা পরীক্ষা শুরুর পর গত ৪০ দিনে চট্টগ্রাম জেলা ও মহানগরে মোট ১০৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় শনাক্ত আরও ৫ জন চট্টগ্রামে চিকিৎসা নিচ্ছেন। সব মিলিয়ে এখন চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা ১১০ জন। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সব মিলিয়ে চট্টগ্রামে করোনাভাইরাস পরীক্ষার প্রধান পরীক্ষাগার ফৌজদারহাটের ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে গত ২৪ ঘন্টায় মোট ২৪৩টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রামেই পাওয়া যায় মোট ১৬ করোনা রোগী। চট্টগ্রামের বাইরে নোয়াখালী ও লক্ষ্মীপুরে মিলেছে আরও ৬ জন।
আক্রান্তদের মধ্যে নগরীর দামপাড়া পুলিশ লাইনের ২ জন, এনায়েত বাজারে ২জন হালিশহর বন্দর এলাকায় ২ জন, পাহাড়তলীতে ২জন, আকবরশাহতে ১জন, উত্তর কাট্টলীতে ১জন, বড় কুমিরায় ১, বিআইটিআইডি ১জন, চট্টগ্রাম সেনা হাসপাতালে ১ জন রয়েছে। এছাড়া চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ১জন, বাঁশখালী উপজেলায় ১ জন এবং পটিয়া উপজেলায় ১ জন রয়েছে।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী বলেন, বিআইটিআইডি ও সিভাসু ল্যাবে এ পর্যন্ত চট্টগ্রাম অঞ্চলের মোট তিন হাজার ৮৪১ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাস পাওয়া গেছে ১৬০ জনের শরীরে।
বাসস/জিই/কেএস/ কেসি/১৮১৮/এবিএইচ