বুদ্ধ পূর্ণিমার ছুটির দিনে বিএসএমএমইউ’র করোনা শনাক্তকরণ ল্যাব খোলা থাকবে

285

ঢাকা, ৫ মে, ২০২০ (বাসস) : আগামীকাল বুদ্ধ পূর্ণিমার (বৈশাখী পূর্ণিমা) ছুটির দিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বেতার ভবনের স্থাপিত ফিভার ক্লিনিক এবং একই ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত করোনা ভাইরাস শনাক্তকরণ পিসিআর ল্যাব খোলা থাকবে।
এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অন্তঃবিভাগ, জরুরি বিভাগসমূহ প্রচলিত নিয়মে খোলা থাকবে।
ফিভার ক্লিনিকে আজ ৩৫৪ জনসহ এ পর্যন্ত ৬ হাজার ৬৬৪ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মার্চ ২১ তারিখে এই ফিভার ক্লিনিক চালু করা হয়।
অন্যদিকে গত ১ এপ্রিল তারিখে একই ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত করোনা ভাইরাস ল্যাবরেটরিতে আজ ৩৩০ জনসহ এ পর্যন্ত ৬ হাজার ১০১ জন রোগীর নমুনা করোনা ভাইরাস শনাক্তের জন্য সংগ্রহ করা হয়েছে।
এর আগে বিশ^বিদ্যালয়ের বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত ‘বিশেষজ্ঞ হেলথ লাইন’ ইতোমধ্যে চালু করা হয়েছে। এছাড়াও সাপ্তাহিক ছুটি শুক্রবার ও সরকার ঘোষিত বাৎসরিক ছুটির দিন ব্যতীত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে ইন্টারনাল মেডিসিন বিভাগ, জেনারেল সার্জারি বিভাগ, অবস এন্ড গাইনী বিভাগ, শিশু বিভাগে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।