কারাগার থেকে মুক্তি পেলেন পেরুর বিরোধী দলীয় নেতা ফুজিমুরি

251

লিমা, ৫ মে, ২০২০ (বাসস ডেস্ক) : পেরুর বিরোধী দলীয় নেতা কিকো ফুজিমুরি দুর্নীতির অভিযোগে বিচার পূর্ব ১৫ মাসের আটকাদেশ থেকে সোমবার ছাড়া পেয়েছেন। বন্দি হওয়ার মাত্র তিন মাস পর তিনি মুক্তি পেলেন। এএফপি’র এক সংবাদদাতা একথা জানান।
ফুজিমুরি এরআগে ঘোষণা দিয়েছিলেন যে তিনি কারাগার থেকে বাসায় যাওয়ার আগে সরাসরি করোনা ভাইরাস টেস্ট করাতে যাবেন। তিনি মাস্ক ও সাদা গ্লাভস পরে রাজধানী লিমার দক্ষিণে অবস্থিত কারাগার ত্যাগ করেন।