ফ্রান্সে করোনায় মৃত্যু ২৫ হাজার ছাড়িয়েছে

229

প্যারিস, ৫ মে, ২০২০ (বাসস ডেস্ক) : করোনা ভাইরাস মহামারিতে দৈনিক হিসাবে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩০৬ জনের মৃত্যু হওয়ায় ফ্রান্সে মোট মৃতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে। ফ্রান্স সোমবার এ কথা জানায়।
স্বাস্থ্য মন্ত্রনালয় জানায়, দেশের হাসপাতাল ও নার্সিং হোমে করোনায় এ পর্যন্ত মোট ২৫ হাজার ২০১ জন মারা গেছে। গত ২৪ ঘন্টায় ৩০৬ জনের মৃত্যু হয়েছে, এই সংখ্যা আগের দিন ছিল ১৩৫ জন।
করোনা মোকবিলায় গত মধ্য মার্চ থেকে শুরু হওয়া লকডাউন ১১ মে তুলে নেয়ার কথা রয়েছে, তবে, কর্মকর্তারা বলছেন, মহামারি এখনো সক্রিয় রয়েছে, দেশে পুনরায় দ্বিতীয় দফায় সংক্রমণের ব্যাপারে সতর্ক করেছেন।
ফ্রান্সে বর্তমানে ১২৩ জন করোনা রোগী ইনটেনসিভ কেয়ারে রয়েছেন এই সংখ্যা আগে ছিল ৩ হাজার ৬৯৬ জন ,এটিকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।