বাজিস-২ : নওগাঁয় বর্তমানে ১৪৯১ জন হোম কোয়ারেন্টাইনে

122

বাজিস-২
হোম-কোয়ারেন্টাইন
নওগাঁয় বর্তমানে ১৪৯১ জন হোম কোয়ারেন্টাইনে
নওগাঁ, ৫মে, ২০২০ (বাসস) : জেলায় নতুন করে ৫৯ জনকে হোম কোয়ারেন্টাইনে প্রেরণ করা হয়েছে। এ সময়ে হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ৯৭ জনকে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় কন্টোলরুম সুত্রে এ তথ্য প্রদান করা হয়েছে।
নতুন করে উপজেলা ভিত্তিক হোম কোয়ারেন্টাইনে প্রেরণের সংখ্যা হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ১৮ জন, মহাদেবপুর উপজেলায় ৫ জন, ধামইরহাট উপজেলায় ২৯ জন, সাপাহার উপজেলায় ২ জন এবং পোরশা উপজেলায় ৫ জন।
জেলায় শুরু থেকে এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে প্রেরণ করা ব্যক্তির সংখ্যা ৫ হাজার ৩৮৬ জন এবং ছাড়পত্র প্রাপ্ত ব্যক্তির সংখ্যা ৩ হাজার ৮৮৬ জন। বর্তমানে হোম কোয়ারেনটাইনে রয়েছেন ১ হাজার ৪৯১ জন।
ডসভিল সার্জন অফিসের ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর মোরশেদ বাসসকে জানান, গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে কেউ কোভিড-১৯-এ আক্রান্ত হননি। শুরু থেকে এ পর্যন্ত মোট ১৭ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বাসস/সংবাদদাতা/১১৪৫/কেজিএ