বাসস দেশ-২৩ : পেট্রাপোল সীমান্ত দিয়ে আজ আরও ১৩৬ জন দেশে ফিরেছেন

343

বাসস দেশ-২৩
পেট্রাপোল-বাংলাদেশী
পেট্রাপোল সীমান্ত দিয়ে আজ আরও ১৩৬ জন দেশে ফিরেছেন
কোলকাতা, ৪ মে, ২০২০ (বাসস) : ভারতের পেট্রাপোল দিয়ে আজ আরও ১৩৬ জন আটকে পড়া বাংলাদেশী নাগরিক দেশে ফিরেছেন।
বাংলাদেশের কলকাতাস্থ উপ-হাইকমিশনার মুখপাত্র মো: বশির উদ্দিন বাসস-কে এই তথ্য দিয়ে জানান, গত এক সপ্তাহের মধ্যে আজকের সবচেয়ে বেশী যাত্রি কলকাতা থেকে দেশে ফিরেছেন।
তিনি বলেন ,আজকের যারা ফিরেছেন তাদের মধ্যে বেশ কয়েকজন চিকিৎসার কারণে ভারতের বিভিন্ন স্থানে বিশেষ করে চেন্নাই, ভেলর ও হায়দ্রাবাদে গিয়েছিলেন। লকডাউনের কারণে তারা সেখানে আটকে পড়ে। ভারত সরকার জন চলাচলে সীমিত আকারে ছাড় দেয়ার পরে নিজেদের উদ্যাগে তারা কলকাতায় চলে আসেন। আজ সকালে অন্যান্য যাত্রির সাথে তারাও দেশে ফেরেন।
চেকপোস্টের কাজ ও নিয়মিত স্বাস্থ্য পরিক্ষা শেষে তারা সবাই বেনাপোল চেকপোস্টে পৌঁছান। পরে স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের সবাইকে যশোর জেলার ঝিকরগাছা গাজির দরগাহ মাদ্রাসাস্থ কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়।
বাসস/ডিএম/কেসি/২১২৩/স্বব