বাজিস-৬ : ভোলায় সামাজিক দূরত্ব না মানায় পৃথক অভিযানে ৩২ হাজার টাকা জরিমানা

131

বাজিস-৬
ভোলা-জরিমানা
ভোলায় সামাজিক দূরত্ব না মানায় পৃথক অভিযানে ৩২ হাজার টাকা জরিমানা
ভোলা, ৪ মে, ২০২০ (বাসস) : জেলা শহরে আজ সামাজিক দূরত্ব না মানা ও আইন ভঙ্গ করে বস্ত্রের দোকান খোলা রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা শহর থেকে ইলিশা বাজার পর্যন্ত বিভিন্ন পয়েন্ট থেকে সামাজিক দূরত্ব বজায় না রাখার অপরাধে ১৩ জনকে ২০ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী মেজিস্ট্রেট নুসরাত ফাতেমা।
অপরদিকে একইসময়ে জেলা প্রশাসনের নির্বাহী মেজিস্ট্রেট দিদারুল আলমের মোবাইল কোর্ট শহরের কে-জাহান মার্কেটে অভিযান চালায়। এসময় আইন ভঙ্গ করে ৬টি বস্ত্রের দোকান খোলা রাখার দায়ে ২ হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় অঅইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বাসস/এইচএএম/১৮১০/কেজিএ