বাসস ক্রীড়া-৩ : বুকের ব্যথা নিয়ে হাসপাতালে কোম্যান

119

বাসস ক্রীড়া-৩
ফুটবল-কোম্যান
বুকের ব্যথা নিয়ে হাসপাতালে কোম্যান
আমস্টারডাম, ৪ মে ২০২০ (বাসস) : বুকের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নেদারল্যান্ডসের জাতীয় ফুটবল দলের প্রধান কোচ রোনাল্ড কোম্যান। রাজধানী আমস্টারডামের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
ম্যানেজমেন্ট কোম্পানির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
এক বিবৃতিতে ম্যানেজমেন্ট কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, ‘জরুরি অবস্থায় কোম্যানের বুকে অস্ত্রোপচার করা হয়েছে। তবে এখন তিনি ভালো আছেন।’
ম্যানেজমেন্ট কোম্পানির আরও জানায়, ‘সুস্থ হওয়ার জন্য তার অল্প কয়েকদিন বিশ্রামের দরকার হবে। আশা করি সবকিছ্ইু সে মেনে চলবে।’
খেলোয়াড়ি জীবনে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে ১৯২টি ম্যাচ খেলেছেন ৫৭ বছর বয়সী কোম্যান। এছাড়াও আয়াক্স-আইন্দোফেনেও খেলেছেন তিনি।
খেলোয়াড়ি জীবন শেষে, সাউদাম্পটন-এভারটন-আয়াক্স-পিএসভি আইন্দোফেন-বেনফিকা ও ভ্যালেন্সিয়ার মতো ক্লাবের প্রধান কোচের দায়িত্বও পালন করেছেন কোম্যান। মাঝে বার্সেলোনার সহকারি কোচের দায়িত্বও পালন করেন তিনি।
২০১৮ সালে নেদারল্যান্ডস জাতীয় দলের কোচ হন কোম্যান। ১৯৮২ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে ৭৮ ম্যাচে ১৪ গোল করেছেন ডিফেন্ডার ও মিডফিল্ডার পজিশনে খেলা কোম্যান।
বাসস/এএমটি/১৮০০/স্বব