বর্তমান পরিস্থিতি বিপজ্জনক উইকেটে টেস্ট খেলার মত : গাঙ্গুলী

201

নয়া দিল্লি, ৪ মে, ২০২০ (বাসস) : প্রাণঘাতী করোনাভাইরাসে পুরো বিশ্ব কাঁপছে। এমন পরিস্থিতিকে ভয়াবহ বলে অ্যাখায়িত করলেন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক অধিনায়ক ও বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী।
বিসিসিআই সভাপতি গাঙ্গুলী, এই অভূতপূর্ব সঙ্কটকে ভয়ঙ্কর উইকেটে টেস্ট ম্যাচের সাথে তুলনা করেছেন।
গাঙ্গুলী বলেন, ‘এই মূহুর্তের পরিস্থিতি বিপজ্জনক পিচে টেস্ট ম্যাচ হওয়ার মতো। বল সিম করছে, ঘুরছেও। ব্যাটসম্যান সামান্য ভুল করলেই মুশকিল। ব্যাটসম্যানকে আবার উইকেট বাঁচিয়ে রাখার পাশাপাশি রানও করতে হবে। মাথায় রাখতে ভুল করার কোন সুযোগ নেই। এই অবস্থাতেই যেকোন উপায়ে টেস্ট জিততে হবে।’
ক্রিকেট মাঠে একসাথে ১১ জন লড়াই করে ম্যাচ জেতায় যায়। তাই এই লড়াইয়েও সকলের ঐক্য চান গাঙ্গুলী।
তিনি বলেন, ‘এটা খুব কঠিন সময়। বিশ্বের ২শর বেশি দেশ ভয়াবহ অবস্থার মধ্যে দিন পার করছে। তবে আমি বিশ্বাস করি, একসাথে লড়াই করে এই ম্যাচটা জিততে পারব। সকলে একসাথে থাকলেই সাফল্যের স্বাদ আমরা নিতে পারবো।’
বর্তমান পরিস্থিতিতে আতঙ্কিত গাঙ্গুলী। ভয় ঘিরে ধরেছে তাকে। এই পরিস্থিতি যত দ্রুত সম্ভব মুক্তি চান গাঙ্গুলী।
ভারতের সেরা অধিনায়কদের একজন গাঙ্গুলী বলেন, ‘প্রতিদিনই লাখ-লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে। মৃত্যুও হচ্ছে। মৃত্যু আড়াই লাখ ছাড়িয়ে গেছে । পরিস্থিতির কোন উন্নতি নেই, খারাপই হচ্ছে। এই পরিস্থিতিতে খুব ভয় পাচ্ছি। আমি খুবই ভীত হয়ে পড়েছি। যত দ্রুত সম্ভব এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে আমাদের।’
এই ভয়াবহ পরিস্থিতিতে ক্রিকেটীয় শিক্ষা কাজে লাগছে গাঙ্গুলীর। তিনি জানান, ‘ক্রিকেট আমাকে অনেক কিছু শিখিয়েছে। ক্রিকেট মাঠে বহুবার কঠিন চাপের পরিস্থিতির মোকাবিলা করেছি। একটু ভুলেই ম্যাচ হেরেছি বা আমি আউট হয়েছি। সেখান থেকে শিখেছি, কিভাবে কঠিন পরিস্থিতি জয় করতে হয়। তাই বর্তমান পরিস্থিতি সব সময় সতর্ক ও সচেতন রাখছে।’