বাসস বিদেশ-৬ : ইতালিতে লকডাউন আরোপের প্রথম দিনের পর থেকে রোববারের মৃত্যু সংখ্যা সর্বনিম্ন

121

বাসস বিদেশ-৬
ভাইরাস-ইতালি-মৃত্যু
ইতালিতে লকডাউন আরোপের প্রথম দিনের পর থেকে রোববারের মৃত্যু সংখ্যা সর্বনিম্ন
রোম, ৪ মে, ২০২০ (বাসস ডেস্ক) : ইতালি জানিয়েছে, দেশটিতে রোববার করোনাভাইরাসে নতুন করে আরো ১৭৪ জনের মৃত্যু হয়েছে। গত ১০ মার্চ ইতালিতে লকডাউন আরোপের নির্দেশ জারি করার দিন এ ভাইরাসে ১৬৮ জনের মৃত্যুর কথা জানানো হয়েছিল। এর পর থেকে মৃতের সংখ্যা বৃদ্ধি পায় এবং পরে আরার কমতে থাকে । রোববার তা সর্বনিম্ন অর্থাৎ ১৭৪ জনে নেমে আসে। খবর এএফপি’র।
সোমবার আনুষ্ঠানিকভাবে এই প্রথম ইতালিতে লকডাউন শিথিল করার ঘোষণা দিতে যাওয়ার প্রাক্কালে ভূমধ্যসাগরীয় দেশটিতে এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে মোট ২৮ হাজার ৮৮৪ জনে দাঁড়ালো। মৃতের দিক থেকে ইতালির এ সংখ্যা বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ। এদিক থেকে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।
এদিকে ইতালিতে রোববার কোভিড-১৯ ভাইরাসে নতুন করে ১ হাজার ৩৮৯ জন আক্রান্ত হয়েছে। মার্চের প্রথম সপ্তাহের পর থেকে আক্রান্তের এ সংখ্যাও সর্বনিম্ন।
ইতালির প্রধানমন্ত্রী গিউসেপ কোন্তে দেশের উত্তরাঞ্চলের অর্ধেকজুড়ে দ্রুত এ মহামারি ছড়িয়ে পড়ায় লোকজনের চলাচলের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করেন। ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিতে প্রথম ব্যাপকভাবে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে।
তিনি গত ৮ মার্চ মিলানের লমবার্ডি ও পার্শ্ববর্তী দু’টি অঞ্চলে লোকজনকে ঘরে থাকতে লকডাউন আরোপ করেন। ইতালির মোট অর্থনৈতিক উৎপাদনের প্রায় ৪৫ শতাংশই এসব অঞ্চল থেকে আসে। ১০ মার্চ এ পদক্ষেপ দেশব্যাপী সম্প্রসারণ করা হয়।
কোন্তে ১২ মার্চ ফার্মেসি ও মুদি দোকান ছাড়া অন্য সকল দোকান বন্ধ রাখার নির্দেশ দেন। এর ১০ দিন পর তিনি অত্যাবশ্যক নয় এমন সকল কারখানা বন্ধ রাখার ঘোষণা দেন।
সোমবার লকডাউন শিথিল হলে ইতালির নাগরিকরা ৯ সপ্তাহের মধ্যে এই প্রথমবারের মতো পার্ক এবং তাদের কাছের আত্মীয়-স্বজনের বাসায় যেতে পারবে।
তবে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান আরো দুই সপ্তাহ বন্ধ থাকবে।
বাসস/এমএজেড/১৩৪৫/জেহক