বাজিস-২ : পিরোজপুরে ৪০ হাজার ৮১৯ টন আউশ চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ

122

বাজিস-২
আউশ-লক্ষ্যমাত্রা
পিরোজপুরে ৪০ হাজার ৮১৯ টন আউশ চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ
পিরোজপুর, ৪ মে, ২০২০ (বাসস) : জেলায় এবার ১৬ হাজার ৯৩০ হেক্টর জমিতে ৪০ হাজার ৮১৯ টন আউশ চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
এদিকে বোনা আউশ চাষ শেষ হলেও রোপা আউশ চাষের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।
পিরোজপুর সদরে ২ হাজার ৫২০ হেক্টরে ৬ হাজার ৫৬২ টন চাল, ইন্দুরকানীতে ২ হাজার ১৭০ হেক্টরে ৫ হাজার ৬৫২, কাউখালীতে ২ হাজার ২২০ হেক্টরে ৫ হাজার ৭৫১ টন, নেছারাবাদে ২ হাজার ৮১০ হেক্টরে ৪ হাজার ৬৭০, নাজিরপুরে ৭২০ হেক্টরে ১ হাজার ৬২০, ভান্ডারিয়ায় ২ হাজার ৪১০ হেক্টরে ৬ হাজার ২৭১ এবং মঠবাড়িয়ায় ৪ হাজার ৮০ হেক্টরে ১০ হাজার ২৯৩ টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
জেলাজুড়ে আউশ চাষিরা এখন লক্ষ্যমাত্রা অর্জনে মাঠে ব্যস্ত সময় পার করছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পিরোজপুরের উপ-পরিচালক আবু হেনা মো. জাফর জানান, জেলায় ৮ হাজার আউশ চাষির মধ্যে বিতরণের জন্য প্রায় ৬৮ লাখ টাকা প্রণোদনা কৃষি মন্ত্রণালয় পাঠিয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে তিনি জানান।
বাসস/সংবাদদাতা/১২৪০/কেজিএ