উত্তর কোরীয় নেতা কিমের শরীরে অস্ত্রোপচার হয়নি বলেই মনে করছে সিউল

298

সিউল, ৩ মে, ২০২০(বাসস ডেস্ক) : উত্তর কোরীয় নেতা কিম জং উনের শরীরে কোন অস্ত্রোপচার হয়নি বলেই মনে করছে সিউল। তিন সপ্তাহের অনুপস্থিতির পর কিমকে পুনরায় প্রকাশ্যে দেখা যাওয়ার একদিন পর রোববার দক্ষিণ কোরিয়ার সিনিয়র একজন কর্মকর্তা এ কথা বলেন।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ের নাম প্রকাশে অনচ্ছিুক একজন সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা ইয়নহুপ বলছে, চেয়ারম্যান কিমের কোন অস্ত্রোপচার হয়নি বলেই মনে হচ্ছে। এ বিষয়ে সিউলের হাতে অনেক প্রমাণ রয়েছে।
গত ১৫ এপ্রিল কিম তার দাদা ও উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সুং-এর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেননি। জন্মদিনের এই অনুষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ এবং কিম সবসময়ই এতে অংশ নেন। এছাড়া তাকে কোথাও দেখাও যাচ্ছিল না। ফলে বিভিন্ন খবরে বলা হয়, কিমের শরীরে অস্ত্রোপচার হয়েছে এবং তিনি গুরুতর অসুস্থ।
তখন দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র খবরটি উড়িয়ে দিয়েছিল। কিন্তু তিন সপ্তাহ পর শুক্রবার উত্তর কোরিয়ার
রাষ্ট্রীয় টেলিভিশনে দেখানো হয়েছে কিম হাঁটছেন, হাসছেন এবং সিগারেট খাচ্ছেন। পিয়ংইয়ংয়ের উত্তরাঞ্চলে শানচুনে তিনি একটি সার কারখানা উদ্বোধনে যোগ দিতে সেখানে যান।