বাসস বিদেশ-১১ : লকডাউন শিথিল হওয়ায় ইরানের অনেক মসজিদ খুলে দেয়া হবে: হাসান রুহানি

206

বাসস বিদেশ-১১
ইরান লকডাউন শিথিল
লকডাউন শিথিল হওয়ায় ইরানের অনেক মসজিদ খুলে দেয়া হবে: হাসান রুহানি
তেহরান, ৩ মে, ২০২০ (বাসস ডেস্ক) : ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় মার্চের প্রথম দিক থেকে মসজিদ বন্ধ থাকার পর সোমবার থেকে দেশের বেশীরভাগ অংশের মসজিদ খুলে দেয়া হবে।
টেলিভিশনে প্রচারিত ভাইরাস টাস্কফোর্সের বৈঠকে রুহানি বলেন, ১৩২ জেলায় অথবা দেশের প্রায় এক তৃতীয়াংশ প্রশাসনিক বিভাগে আগামীকাল থেকে তাদের মসজিদ খুলে দেয়া হবে।
“জামাতে নামাজ আদায়ের চেয়ে সামাজিক দূরত্ব বজায় রাখা বেশী জরুরি” এ কথা উল্লেখ করে তিনি বলেন, মসজিদে নামাজ আদায় কালে নিরাপত্তার বিষয়টি ইসলামে বাধ্যতামূলক বিবেচনা করা হয়।
বাসস/এএফপি/অনু এমএবি/২০২৮/স্বব