বাসস ক্রীড়া-৪ : অসহায় ক্রিকেটারদের জন্য তহবিল কপিল-গাভাস্কার-গম্ভীরদের

118

বাসস ক্রীড়া-৪
ক্রিকেট-কপিল-গাভাস্কার
অসহায় ক্রিকেটারদের জন্য তহবিল কপিল-গাভাস্কার-গম্ভীরদের
নয়া দিল্লি, ৩ মে ২০২০ (বাসস) : নিজ দেশের অসহায় সাবেক ক্রিকেটারদের জন্য তহবিল গঠন করেছেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব, মাস্টার ব্লাস্টার ব্যাটসমান সুনীল গাভাস্কার ও গৌতম গম্ভীরসহ সাবেক খেলোয়াড়রা।
করোনাভাইরাসের কারনে খেলা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন ভারতের অনেক সাবেক ক্রিকেটার। আত্মসম্মানের কারনে আর্থিক বা অন্য কোন সহায়তাও চাইতে পারছেন না তারা।
অসহায় সাবেক ক্রিকেটারদের জন্য এগিয়ে আএলেন ভারতের সাবেক ক্রিকেট তারকারা। ক্রিকেটারদের জন্য ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (আইসিএ) মাধ্যমে তহবিল গঠন করেছেন কপিল-গাভাস্কার-গম্ভীররা।
ইতোমধ্যেই ৩৯ লাখ রুপি অনুদান সংগ্রহ করেছেন কপিল-গাভাস্কাররা। এই অর্থ দিয়ে সহায়তা করা হবে প্রায় ৪০ জন সাবেক অসহায় ক্রিকেটারকে।
আগামী ১৫ মে পর্যন্ত অনুদান সংগ্রহ করবে আইসিএ।
বাসস/এএমটি/১৭২৫/স্বব