বাসস দেশ-৪ : হুমায়ূন আহমেদের ধানমন্ডির বাসা ‘দখিন হাওয়ায়’ অগ্নিকান্ড

109

বাসস দেশ-৪
অগ্নিকান্ড- হুমায়ূন
হুমায়ূন আহমেদের ধানমন্ডির বাসা ‘দখিন হাওয়ায়’ অগ্নিকান্ড
ঢাকা, ৩ মে, ২০২০ (বাসস) : কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ধানমন্ডি ৩/এ রোডের ৪৮ নম্বর ‘দখিন হাওয়ায়’ বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
আজ রোববার সকাল ৮টা ৩৩ মিনিটে ৬ তলা ওই ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বাসসকে এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজধানীর ধানমন্ডিস্থ হুমায়ুন আহমেদের দখিন হাওয়ায় আগুন লাগে। ভবনের ষষ্ঠ তলার ফ্ল্যাটে মেহের আফরোজ শাওন থাকেন। আর ওই ভবনের তৃতীয় তলার একটি কক্ষে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে। তবে, ফায়ার সার্ভিসের গাড়িটি পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।
প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন গনমাধ্যমকে বলেন, আগুন লাগার পর তারা ছাদে উঠে যান। বিল্ডিংয়ের সিঁড়ি ধোঁয়ায় আচ্ছন্ন থাকায় নিচে নামতে পারছিলেন না।
তিনি বলেন,“৯৯৯ নম্বরে কল করে ফায়ার সার্ভিসের সহযোগিতা চাই। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আমরা এখন নিরাপদ আছি।”
বাসস/সংবাদদাতা/কেসি/১৪৪৫/এবিএইচ