সাতক্ষীরায় ৩ হাজার ৬২৭ জন হোম কোয়ারেন্টাইনে

517

সাতক্ষীরা, ২ মে, ২০২০ (বাসস) : সাতক্ষীরায় বিদেশ ফেরত মোট ৩ হাজার ৬২৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ছাড় পত্র দেয়া হয়েছে আরো ৩ হাজার ৫৫৭ জনকে।
এ ছাড়াও এ জেলা থেকে এ পর্যন্ত মোট ৩৪৫ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর ও পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। ইতোমধ্যে ২০৪ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছেছে। এর মধ্যে ২০৩ টি রিপোর্ট নেগেটিভ ও একটি পজেটিভ এসেছে।
এদিকে, তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের কাপাসডাঙ্গা গ্রামের এনজিও কর্মী সঞ্জয় সরকার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় জেলা পুলিশ তার কর্মরত প্রতিষ্ঠানসহ সদর উপজেলার আরো ৭টি বাড়ি ও প্রতিষ্ঠান লক ডাউন করেছে।
এর আগে আক্রান্ত ব্যক্তির বাড়িসহ তার আশে পাশের ১০ টি বাড়ি লকডাউন করা হয়। এ নিয়ে মোট ১৭ টি বাড়ি ও প্রতিষ্ঠান লক ডাউন করা হয়েছে। সেখানে টানানো হয়েছে লাল পতাকা। তিনি বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন।