বাসস ক্রীড়া-১৩ : আগামী জানুয়ারিতে হতে পারে শ্রীলংকা-ইংল্যান্ড সিরিজ

238

বাসস ক্রীড়া-১৩
ক্রিকেট-শ্রীলংকা
আগামী জানুয়ারিতে হতে পারে শ্রীলংকা-ইংল্যান্ড সিরিজ
কলম্বো, ২ মে ২০২০ (বাসস) : করোনভাইরাসের কারনে গেল মাসে স্থগিত হয় শ্রীলংকা-ইংল্যান্ড দুই ম্যাচের টেস্ট সিরিজ। টেস্ট সিরিজ শুরুর আগ মূর্হুতে তা ভেস্তে যায়।
তবে আগামী বছরের জানুয়ারি স্থগিত হওয়া টেস্ট সিরিজ আয়োজন করা হবে বলে জানান শ্রীলংকার ক্রিকেটের প্রধান নির্বাহি অ্যাশলে ডি সিলভা।
তিনি বলেন, ‘স্থগিত হওয়া সিরিজগুলোর সুচি পুনঃনির্ধারনের পরিকল্পনা করছি আমরা। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ আগামী জানুয়ারিতে পুনঃনির্ধারন করা হবে। তবে এখনো সিরিজের সূচি চূড়ান্ত হয়নি। এছাড়াও স্থগিত হয়ে যাওয়া বা ভবিষ্যতে হবে এমন সিরিজগুলোও পুনঃনির্ধারন করা হবে।’
দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য গেল মার্চের শুরুতে শ্রীলংকায় যায় ইংল্যান্ড। এরপর সেখানে একটি অনুশীলন ম্যাচ খেলে তারা। করোনাভাইরাসের প্রকোপে দ্বিতীয় অনুশীলন ম্যাচের মাঝে তা স্থগিত করা হয়। এরপর দ্রুতই দেশে ফিরে যায় ইংল্যান্ড দল। শ্রীলংকা প্রায় ১০দিন অবস্থান করে ইংলিশরা।
বাসস/এএমটি/১৪০০/স্বব