বাসস বিদেশ-১০ : মস্কোর অধিবাসীদের ২ শতাংশ করোনা আক্রান্ত : মেয়র

256

বাসস বিদেশ-১০
করোনা মস্কো
মস্কোর অধিবাসীদের ২ শতাংশ করোনা আক্রান্ত : মেয়র
মস্কো, ২ মে, ২০২০ (বাসস ডেস্ক): মস্কোর অধিবাসীদের প্রায় ২ শতাংশ অথবা ২ লাখ ৫০ হাজারের বেশী লোক করোনাভাইরাস আক্রান্ত হয়েছে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মস্কোর মেয়র শনিবার এ কথা জানান।
রাশিয়ার রাজধানীর মেয়র সের্গেই সোবানিন তাঁর ব্লকে লিখেছেন, “বিভিন্ন জনসংখ্যা গ্রুপের পরীক্ষার ফলাফলের চিত্রে দেখা যায় মস্কোতে আক্রান্তের সংখ্যা নগরীর মোট জনসংখ্যার ২ শতাংশ।”
রাশিয়ায় ইতোমধ্যেই ১ লাখ ১৪ হাজার লোক করোনা আক্রান্ত হয়েছে, এদের মধ্যে ৫৭ হাজার ৩০০ জনই মস্কোতে।
সরকারী হিসাবে মস্কোর জনসংখ্যা ১ কোটি ২৭ লাখ ,তবে ধারণা করা হয় প্রকৃত সংখ্যা আরো বেশী।
মেয়র বলেছেন, করোনা সংক্রমনের চূড়া এখনো অতিক্রম করেনি। ঝুঁকি আরো বাড়ছে। রাশিয়ায় শনিবার পর্যন্ত করোনায় ১ হাজার ১৬৯ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রনালয় শুক্রবার বলেছে, করোনায় শিশুদের আক্রান্তের সংখ্যা বাড়ছে। দুই শিশু মারা গেছে এবং ১১ শিশু গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
বাসস/এএফপি/অনু এমএবি/১৯৪৫/-জহক