বাসস বিদেশ-৫ : নিউইয়র্কের স্কুলগুলো শিক্ষাবর্ষের বাকী সময় বন্ধ থাকবে

133

বাসস বিদেশ-৫
নিউইয়র্ক -স্কুল -করোনা
নিউইয়র্কের স্কুলগুলো শিক্ষাবর্ষের বাকী সময় বন্ধ থাকবে
নিউইয়র্ক, ২ মে, ২০২০ (বাসস ডেস্ক): যুক্তরাষ্ট্রে করোনা মহামারির কেন্দ্রস্থল নিউইয়র্ক অঙ্গরাজ্যের স্কুলগুলো চলতি শিক্ষা বছরের অবশিষ্ট সময় বন্ধ থাকবে। গভর্নর এন্ড্রু কুমো শুক্রবার এই ঘোষণা দেন।
শিগগিরই লোকরা কর্মস্থলে ফিরলে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে এমন শঙ্কা থেকে কর্তৃপক্ষ স্কুলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
কুমো সাংবাদিকদের বলেন, “আমরা মনে করি না যে স্কুলগুলো খুলে দেয়া সম্ভব, শিশুদের এবং শিক্ষকদের নিরাপদ রাখতেই স্কুলগুলো বন্ধ রাখতে হবে।”
মেয়র বিল ডি ব্লাসিও গত ১১ এপ্রিল বলেছেন, চলতি শিক্ষাবর্ষে নিউইয়র্ক সিটির ১ হাজার ৭০০ সরকারী স্কুলের শিক্ষার্থীরা ক্লাসে ফিরবে না। এরপরেই বিষয়টি নিশ্চিত করা হলো।
বিগ অ্যাপেল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সরকারী জেলা স্কুল, এই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা ১১ লাখ। দ্রুত করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় গত ১৫ মার্চ থেকেই নিউইয়র্কের স্কুলগুলো বন্ধ রয়েছে। এ সব স্কুলের শিক্ষাবর্ষ শেষ হবে আগামী জুনে।
গভর্নর কুমো বলেছেন, আগামী শিক্ষাবর্ষেও শিক্ষার্থীরা স্কুলে ফিরতে পারবে কীনা সেটি এতো আগে নিশ্চিত করে বলা যায় না।
নিউইয়র্কে গত ২৪ ঘন্টায় ২৮৯ জনের মৃত্যু হয়েছে এবং নিউইয়র্কে মোট মৃত্যুর সংখ্যা প্রায় ১৯ হাজার।
বাসস/এএফপি/অনু এমএবি/১৩০০/জেহক