বাসস বিদেশ-৪ : ফ্রান্সে করোনার তীব্রতা কমছে, শুক্রবার ২১৮ জনের মৃত্যু

123

বাসস বিদেশ-৪
ভাইরাস-ফ্রান্স-মৃত্যু
ফ্রান্সে করোনার তীব্রতা কমছে, শুক্রবার ২১৮ জনের মৃত্যু
প্যারিস, ২ মে, ২০২০ (বাসস ডেস্ক): ফ্রান্সে মহামারি করোনাভাইরাসে শুক্রবার নতুন করে আরো ২১৮ জন প্রাণ হারিয়েছে। বিগত ৫ সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে ২৪ ঘন্টার হিসেবে দেশটিতে এটি সর্বনিম্ন মৃত্যুর সংখ্যা। খবর এএফপি’র।
এদিকে ফ্রান্সের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা জারোম সালোমোন জানান, আইসিইউ’তে চিকিৎসা নেয়া রোগীর সংখ্যা শুক্রবার ১৪১ জন কমেছে।
গত ৯ এপ্রিল আইসিইউ’তে সর্বোচ্চ রোগীর সংখ্যা ছিল ৭ হাজার ২০০ জন। গত ২৩ মার্চ প্রাত্যহিক হিসেবে সবচেয়ে কম সংখ্যক করোনা রোগীর মৃত্যু হয়। এ দিন মৃতের সংখ্যা ছিল ১৮৬ জন।
ইউরোপে করোনায় চতুর্থ সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ ফ্রান্সে মৃতের সংখ্যা বেড়ে এ পর্যন্ত মোট ২৪ হাজার ৫৯৪ জনে দাঁড়িয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্রের বরাত দিয়ে করা এএফপি’র পরিসংখ্যান থেকে জানা যায়, ইউরোপজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১ লাখ ৪০ হাজার ছাড়িয়েছে।
এদিকে সরকার আগামী ১১ মে থেকে দেশটিতে আরোপিত কঠোর লকডাউন শিথিল করার ঘোষণা দিয়েছে। তবে বৃহত্তর প্যারিস এবং দেশের উত্তরপূর্বের যেসব এলাকায় করোনাভাইরাস সবচেয়ে বেশি ছড়িয়েছে সেখানে ধীরে ধীরে লকডাউন শিথিল করা হবে।
বাসস/এমএজেড/১২৩৫/জহক